যুদ্ধাপরাধীদের হাতে যারা পতাকা তুলে দিয়েছে তাদেরও বিচার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সমাবেশে বুধবার বিকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র এখনো চলছে, জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের অপরাধে যাদের বিচার হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তারাই এ দেশে মন্ত্রী হয়েছে। তাদের হাতে যারা পতাকা তুলে দিয়েছে তারাও অপরাধী। তাদের যারা লালন-পালন করেছে তাদেরও বিচার হবে। এখন সে-সময় এসে গেছে।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতাবিরোধীদের নিয়ে মুখ ফুটে কিছু বলা যেত না। এমন দিন ছিল আমরা জয় বাংলা স্লোগান দিতে পারতাম না। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে পারতাম না।

প্রধানমন্ত্রী বলেন, সত্যিকার কেউ যদি স্বাধীনতা এনে থাকে, তারা কি যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাতে পারে? কেউ স্বাধীনতায় ভূমিকা রেখে থাকলে তারা কি পাকিস্তানের প্রতিনিধি হয়ে যারা জাতিসংঘে অভিযোগ নিয়ে গেছে তাদের ক্ষমতার অংশ করতে পারে?

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here