ইয়েমেন থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে রাজধানী সানায় বিক্ষোভকারীদের ওপর প্রেসিডেন্ট অনুগত বাহিনীর গুলিতে অন্তত ৫ ব্যক্তি মারা গেছে।
প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালের পদত্যাগ বিষয়ে যে চুক্তি হয়েছে তাতে যেসব শর্ত দেওয়া হয়েছে তার বিরোধিতা করে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করলে তাদের ওপর মিঃ সালের অনুগত সশস্ত্র বাহিনী গুলি চালায়।
বুধবার সম্পাদিত যে চুক্তির অধীনে প্রেসিডেন্ট সালে অবশেষে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন তাতে প্রেসিডেন্ট সালেকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না এমন আশ্বাস দেওয়া হয়েছে।
সানার হাজার হাজার মানুষ সালের ক্ষমতাত্যাগের চুক্তিকে স্বাগত জানালেও অনেকেই এই চুক্তিতে দেওয়া রক্ষাকবচের বিরোধিতা করছে। খবর : বিবিসি
সানায় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীরা বলছেন গুলিবর্ষণের ঘটনায় বেশ কিছু লোক আহতও হয়েছে।
প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি হতে হবে না এই মর্মে দেওয়া রক্ষাকবচের বিরুদ্ধে বৃহস্পতিবার আরো একটি বড় জনসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।
ক্ষমতা হস্তান্তরের চুক্তিকে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের উপসাগরীয় মিত্র দেশগুলো স্বাগত জানালেও অনেকে সমালোচনা করছে এর ফলে ক্ষমতার লড়াইয়ের পথ প্রশস্ত হতে পারে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক