সপ্তদশ কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের অঙ্গ সিনে চলছে সেন্ট্রাল আয়োজিত আরেক চলচ্চিত্র উত্সব। সেই উত্সবের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার মেট্রো প্রেক্ষাগৃহে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন এ চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ চলচ্চিত্রকার মৃণাল সেন। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক প্রমুখ। এ উত্সবে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনে সেন্ট্রালের সভাপতি ও সাবেক রাজ্যপাল শ্যামল সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ।
কলকাতার চলচ্চিত্র উত্সবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার, নাসিরউদ্দীন ইউসুফের গেরিলা, রুবাইয়াত হোসেনের মেহেরজান এবং আবু সাইয়ীদের অপেক্ষা। সিনে সেন্ট্রাল আয়োজিত এ চলচ্চিত্র উত্সবে এবার দেখানো হচ্ছে দেশ-বিদেশের ৭৫টি ছবি। এর মধ্যে বাংলাদেশের রয়েছে দুটি ছবি। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় বাংলাদেশের সদ্য প্রয়াত প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের শেষ ছবি রানওয়ে। উদ্বোধনী ছবি রানওয়ে দেখতে প্রচুর দর্শক-সমাগম হয় মেট্রো প্রেক্ষাগৃহে। ছবিটি দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া উত্সবে দেখানো হবে বাংলাদেশের চিত্রপরিচালক আবু সাঈয়িদের অপেক্ষা ছবিটিও। এটি দেখানো হবে কাল ১৩ নভেম্বর।
অন্যদিকে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এবার যোগ দিয়েছে বাংলাদেশের তিনটি ছবি। ছবি তিনটি হলো—নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা, নূরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার ও রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান। গতকাল শুক্রবার নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় গেরিলা ছবিটি। সেটি দেখেও দর্শকেরা মুগ্ধ হয়। কলকাতার নন্দনে গত ১১ নভেম্বর গেরিলা ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। গেরিলা প্রদর্শনের মধ্য দিয়ে উত্সবে এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতার উদ্বোধন হয়।
চলচ্চিত্রটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হবে ১২ ও ১৪ নভেম্বর। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ উত্সব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। উত্সবে ৩৮ দেশের ১২৭টি চলচ্চিত্র দেখানো হবে। কলকাতার আট প্রেক্ষাগৃহে চলছে এ উত্সব।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ