১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ বছর বিজয়ের ৪০ বছর পূর্তি হচ্ছে। বিশেষ এ দিনটি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে নতুন স্যাটেলাইট চ্যানেল বিজয় টিভি।

১৬ই ডিসেম্বর থেকে নিয়মিত অনুষ্ঠান সমপ্রচার শুরু করেছে চ্যানেলটি। ১৫ই ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ১৬ই ডিসেম্বরের সূচনালগ্নে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজয় টিভির চেয়ারম্যান আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এমডি ড. মাহফুজুর রহমান। এরপর শুরু হয় দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

অংশ নেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, সুবীর নদী, রফিকুল আলম, আবিদা সুলতানা, তপন চৌধুরী, শাকিলা জাফর, কনকচাঁপা, রবি চৌধুরী, নৃত্যশিল্পী সোহেল, মডেল অভিনেত্রী শখসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন খন্দকার ইসমাইল ও হৃদয় নন্দিতা হৃদি। বসুন্ধরা সিটিস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে ‘বিজয় কথা’ শিরোনামের এ অনুষ্ঠানটি বিজয় টিভিতে সরাসরি সমপ্রচার করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here