নিউইয়র্ক : স্তন ক্যান্সারে আক্রান্ত তসলিমা নাসরিনেরচিকিৎসা চলছে নিউইয়র্কে।বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। এক টুইটে তিনি এ কথা জানান। গত শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।

তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই লেখিকার বায়োপসিকরা হয়। সোমবার বায়োপসির রিপোর্ট দেয়ার কথা। টুইটে তসলিমা জানান, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন। ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস পাস করেন তসলিমা নাসরীন। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখি করতেন। লজ্জা উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই লেখিকা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here