Pathankot2-655পাক সীমান্ত লাগোয়া গুরুদাসপুরে তল্লাশি অভিযান চালানোর সময় সেনা ঊর্দিধারী দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে পড়ল সেনাবাহিনীর৷ তিবরির সেনা ক্যান্টনমেন্টের কাছে তাদের লক্ষ্য করা গিয়ছে৷তবে কি আরও জঙ্গি লুকিয়ে রয়েছে পঞ্জাবে? নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে ব্যাপক কুম্বিং৷ পাশাপাশি পশ্চিম ভারতে প্রতিটি বায়ুসেনা ঘাঁটিতে জারি করা হয়েছে চরম সতর্কতা৷

এই অঞ্চল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে পাঠানকোটের সেনা ঘাঁটিতে জঙ্গিহানায় শহিদ হন সাত সেনা জওয়ান৷ জখম হন আরও ২০ জন৷তিনদিন লাগাতার সংঘর্ষের পর খতম হয় ছয় পাক জঙ্গি৷

অপর একটি সূত্রে জানা গিয়েছে, ভারত-পাক সীমান্তে বামিয়াল গ্রামে বুটের ছাপ মিলেছে৷ যা পাকিস্তানি সংস্থা ইপকটের জুতো বলে জানা গিয়েছে৷ পাঠানকোটে নিহত জঙ্গিদের পায়েও ছিল একই ধরনের জুতো৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here