বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিয়নের আওতাধীন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কোনো দুর্বলতা নেই। তবে ওই সীমান্তে নদী আর পাহাড় পরিবেষ্টিত হওয়ায় কিছু সীমাবন্ধতা আছে।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত পরিদর্শনকালে শুন্য রেখায় উপস্থিত বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেন বিজিবির মহাপরিচালক। বিএসএফ’র ১১৩ ব্যাটালিয়নের কমান্ডার মাহেন্দ্র কুমার ও সেকেটন্ড ইন কমান্ড সতীশ চন্দ্র এ সময় বিজিবির মহাপরিচালককে স্বাগত জানান।

এর আগে বিকেল সাড়ে তিনটায় তিনি বিজিবির দর্শনা কোম্পানী সদরের নবনির্মিত বিওপি ভবন উদ্বোধন করেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন- বিজিবির যশোর রিজিওনের ভারপ্রাপ্ত কমান্ডার কর্ণেল ওয়াহেদুজ্জামান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেণ মাহবুবুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল ইকবাল, ৪৭ ব্যাটালিয়নের পরিকালক লে.কর্ণেল শহিদুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের পরিচালক কর্ণেল আমির মজিদ, ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর জসিম প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here