শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রতিনিধি  :: রাতের আঁধারে কতিপয় দূস্কৃতিকারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর এলাকায় শারদীয় দূর্গোৎসবের জন্য নির্মাণাধীন পূজামন্ডপের ভিতরে রাখা ৩টি প্রতিমার মাথা ভাংচুর করেছে। ভাংচুরকৃত প্রতিমাগুলো হলো দূর্গা, গনেশ ও কার্তিকের।

আজ ২১ সেপ্টেম্বর রোববার ভোর রাত ৫ টার দিকে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে ।

ওই মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন বর্মন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মন ও উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী গোপাল সেনগুপ্ত জানান, রবিবার সকালে স্থানীয় পূজারীরা পূজামন্ডপে এসব প্রতিমা ভাংচুরের ঘটনা দেখতে পান।

পরে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ একেএম ফছিহুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, শনিবার রাত ১২ টার পর থেকে রবিবার ভোর ৫ টার মধ্যে যে কোন সময় এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এটা দূর্বৃত্তদের কাজ। রাতের আধারে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ব্যাপারে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। ঘটনার সঙ্গে  জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here