জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে মঙ্গলবার বিকেলে ওই বৃদ্ধের বাড়ির ৫টি পরিবারকে লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বেলা ১১টার দিকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় রক্তের নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতালে ভর্তির জন্য বলা হয়। কিন্তু স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি না করে গোপনে বাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এর পরপরই রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামে ওই বৃদ্ধের বাড়ির ৫টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রওশন জামিল জানান, মৃত ব্যক্তির জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল। হাসপাতালে ভর্তি না করে স্বজনরা গোপনে বাড়ি নেয়ার পথে তিনি মারা যান। পরে ওই বাড়ির ৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ি লকডাউনে থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here