ডেস্ক রিপোর্ট:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুস সালামকে রেজিস্ট্রার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়। তবে গত ৩০ ডিসেম্বর অধ্যাপক এম এ বারী নিজের শারীরিক অসুস্থতার দেখিয়ে রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন। এরপর গত এক সপ্তাহ রেজিস্ট্রারের পদটি শূন্য ছিল।

বিশ্ববিদ্যালয়ের অফিসার ইউনিটের উপ-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবদুস সালামকে সিন্ডিকেট সভায় রিপোর্ট স্বাপেক্ষে স্ববেতনে রেজিস্ট্রার পদে স্থানান্তর করা হয়েছে। অধ্যাপক আবদুস সালাম এদিন (বৃহস্পতিবার) রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আবদুস সালাম গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে চুক্তি ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে, অপর এক অফিস আদেশে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here