vicকলকাতার ফুটপাথের বিবর্তনকেই ‘থ্রি ডি’-র মাধ্যমে তুলে ধরতে চাইছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। সময়ের সঙ্গে বদলেছে শহরের ফুটপাথের সংস্কৃতি।

কলকাতার ফুটপাথের বিবর্তনকেই ‘থ্রি ডি’-র মাধ্যমে তুলে ধরতে চাইছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। সময়ের সঙ্গে বদলেছে শহরের ফুটপাথের সংস্কৃতি। বদলে যাওয়া সেই সংস্কৃতি এবার ফুটে উঠবে ভিক্টোরিয়ার গায়ে। ‘স্টোরি অফ কলকাতা’ থিমে ফুটপাথ সংস্কৃতির পাশাপাশি জায়গা পেয়েছে সর্বধর্ম সমন্বয়ের সংস্কৃতিও।
দীর্ঘ ২৪ বছর পর বদলাতে চলেছে ভিক্টোরিয়ার থিম ‘স্টোরি অফ কলকাতা’। ভিক্টোরিয়ার সেক্রেটারি-কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘আমাদের যে স্টোরি অব কলকাতা থিম রয়েছে, তাতে কিছুটা বদল আনা হচ্ছে। কলকাতার ফুটপাথ সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয়ের সংস্কৃতির বদল তুলে ধরা হবে।’’
শুধু থিম নয়, বদলাবে প্রযুক্তিও। এতদিন প্রজেক্টরের মাধ্যমে থিম দেখানো হতো। ২০১৩ সালে ভারত সরকারের ট্যুরিজম মন্ত্রক জানিয়েছে, অ্যানালগের বদলে ডিজিটাল প্রক্রিয়ায় থিম দেখানো হবে। কিন্তু ভিক্টোরিয়ার সাদা পাথর স্পর্শকাতর হওয়ায় মন্ত্রকের কাছে অত্যাধুনিক পদ্ধিতে (থ্রিডি’র মাধ্যমে) তা দেখানোর দাবি জানান ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। দাবি মেনে নেয় মন্ত্রক। এই বদলের জন্য প্রায় তিন কোটি ৭৭ লক্ষ টাকা খরচ হবে। ভিক্টোরিয়ার এক কর্মী জানান, কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। তারা টেন্ডার ডেকে কাজের দায়িত্ব দেয় ‘টিটু’ নামক একটি সংস্থাকে।
থিম বদলের সঙ্গে সঙ্গে বদল আসছে ভাষাতেও। এতদিন ‘লাইট অ্যান্ড সাউন্ডে’র মাধ্যমে বাংলা এবং ইংরেজি ভাষায় তথ্যচিত্র তুলে ধরা হতো। এবার থেকে বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষাতেও থিম দেখানো হবে। সে ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। এক দিনে একই সঙ্গে তিনটি ভাষা দেখানো হলে শেষ হতে রাত হয়ে যাবে। এ বিষয়ে জয়ন্ত বলেন, ‘‘বাংলা ভাষা প্রতিদিন দেখানো হবে। তবে ইংরেজি ও হিন্দির ক্ষেত্রে নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হবে।’’ আগামী অক্টোবর মাস থেকে শহর কলকাতার এই পর্বান্তর দেখা যাবে ভিক্টোরিয়ার গায়ে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here