মঙ্গলবার সকালে থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রযেছে ।

ভারতের প্রেটাপোল বন্দরের সিএন্ডএফ  এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোশিয়েশন’র সাধারন সম্পাদক শ্রী কার্তিক চ্যাটার্জি জানান,পশ্চিমবংগ সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন গুলোর গতকাল ১২ ঘন্টা বন্ধের ডাক দেয়ায় দু’দেশের  মধ্যে আমদানি -রফতানি বন্ধ হয়ে রযেছে। সকাল ৯ টায় বনগাও অঞ্চলের সিপিএম নেতা দুলাল মন্ডলের নেতৃত্বে শ্রমিকরা পেট্রাপোল বন্দর এলাকায় বনধ’র সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা লাল পতাকা উড়িয়ে দিয়েছে বন্দর এলাকায়। আমদানি রফতানি বন্ধের কারনে দু’দেশের বন্দর এলাকায় হাজার খানেক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। বিশেষ করে পচনশীল পন্য বিনস্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। ভারতে রফতানির অপেক্ষায় শতশত পণ্যবোঝাই ্রটাক আটকা পড়েছে বেনাপোল রফতানি টার্মিনালে।

বেনাপোল বন্দরের উপ পরিচালক আ: জলির জানান,  ভারতের পশ্চিম বংগে বনধ এর  কারনে দু’ দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে স্বাভাবিক কাজ কর্ম চলছে। মালামাল লোড আনলোড সহ পণ্য খালাশ দেয়া হচ্ছে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার মো: আকবর হোসেন জানান, ওপারে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমম ও বন্দরে কাজ কর্ম স্বভাবিকভাবে চলেছে। মালামাল ডেলিভারি দেয়া হচেছ। উলেখ্য একদিনে এ বন্দর থেকে সরকার ১০ কোটি টাকার রাজস্ব আয় করে থাকে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here