ইয়ানূর রহমান, শার্শা প্রতিনিধি :: ভারতে চিকিৎসা সহ নানা কাজে যাওয়া আটকে পড়া ১জন মৃত্যু ব্যাক্তিসহ আরো ৪৮ জন পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে প্রবেশ করেছে। এনিয়ে গত দুদিনে ১০০ জন ভারত থেকে দেশে এসেছে।

মৃত্যু ব্যাক্তিকে তার বাড়ি ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

১ জন মৃত্যু ব্যাক্তি বাদে দুদিনের ৯৯ জন পাসপোর্টযাত্রীকে বেনাপোল বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে প্রাথমিক ভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ পাসপোর্টযাত্রী দেশে প্রবেশ করে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির জানান. গত দুদিনে এ পথে মোট ১০০ জন নারী পুরুষ ও শিশু ভারত থেকে দেশে ফেরত এসেছে। এর মধ্যে অধিকাংশ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। ফেরত আসা পাসপোর্টযাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এদের মধ্যে একজন মৃত্যু ব্যাক্তির লাশ এসেছে। সে ভারতে চিকিৎাসধীন অবস্থায় মারা যায়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ভারত থেকে ফেরত আসা ৪৮ জন পাসপোর্টযাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। এ নিয়ে গত দুই দিনের ৯৯ জন পাসপোর্টযাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হলো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here