মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে সীমান্তে বাংলাদেশীদের নির্যাতন ও হত্যার জন্য দায়ী ভারতীয় সীমান্ত রক্ষীদের বিচার দাবি করেছে৻

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সম্প্রতি সীমান্তে একজন বাংলাদেশীর ওপর নির্যাতনের যে ভিডিও চিত্র ফাঁস হয়েছে, তা প্রমাণ করে বিএসএফ আসলে কতোটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে৻

‘এ ধরণের আচরণ যে সহ্য করা হবে না সেই বার্তা দেয়ার জন্য ভারত সরকারের উচিত এসব নির্যাতনের ঘটনায় জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচার করা৻‘

দক্ষিণ এশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘সীমান্তে যে নির্যাতন এবং হত্যা চলছে ভারত সরকার তা ভালোভাবেই জানে৻ কিন্তু যারা এর সঙ্গে জড়িত, ভারত সরকার কখনো তাদের বিচার করেনি৻ এই ভিডিওতে ধারণ করা ভিডিওর ব্যাপারে ভারত সরকার কি ব্যবস্থা নেয় তা থেকেই প্রমাণ হবে ভারতের সীমান্ত রক্ষীরা আইনের বাইরে কিনা৻ খবর : বিবিসি

মীনাক্ষী গাঙ্গুলি আরও বলেন, ‘যখনই বিএসএফের সদস্যরা এ ধরণের ঘটনা ঘটায়, এই বাহিনীর কর্মকর্তারা বলেন যে তারা আভ্যন্তরীণ তদন্ত করে ব্যবস্থা নেবেন৻ কিন্তু কাউকে বদলি করে বা সাময়িক বরখাস্ত করে এসব নির্যাতন বন্ধ হবে না৻ নির্যাতন একটা গুরুতর অপরাধ এবং আদালতে এর বিচার হওয়া দরকার৻’

উল্লেখ্য সীমান্তে এক বাংলাদেশী তরুণের ওপর এই নির্যাতনের চিত্র বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে৻

বিএসএফ ইতোমধ্যে এই ঘটনায় জড়িত আট জন বিএসএফ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে৻

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গতবছর বাংলাদেশে সফরকালে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন৻

কিন্তু এরপরও গত দুই মাসেই বিএসএফের গুলিতে অন্তত ৫ জন বাংলাদেশী হত্যার অভিযোগ উঠেছে।

সাত বাংলাদেশীকে ফেরত

বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশী ভারতে ঢুকে পড়ার পর তাদের ৬ জনকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

এই বাংলাদেশীরা ভারতের সীমান্তে ঢুকে পড়লে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। একজন বাংলাদেশী এখনো ভারতে পুলিশের হেফাজতে রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, ৭ জন বাংলাদেশী কাঠুরে রোববার সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ে।

এসময় সেখানকার স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এই বাংলাদেশীরা জৈন্তাপুর সীমান্তের পার্শ্ববর্তী ভারতের ডাউকি থানায় দুইদিন আটক থাকার পর তাদের ৬ জনকে আজ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

ফেরত দেয়া ৬ জনের সবার বয়স ১৮ বছরের নীচে বলে জানিয়েছে বিজিবি। অপর বাংলাদেশী সেলিম মিয়া এখনো ভারতীয় পুলিশের হেফাজতে আছেন এবং তার বিষয়ে ১৪ই ফেব্রুয়ারীতে জানানো হবে বলে ভারতীয় পুলিশ বিজিবিকে জানিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here