সাভার: সাভারে বিএনপি ও ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের ১২৩ নেতা কর্মীকে আসামী করে সোমবার মামলা দায়ের করেছে সাভার থানা পুলিশ।

মোট ৮৩ জনের নাম উলেস্নখ করে ৩৫/৪০ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলাটি দায়ের করে এস আই শাহীন শেখ।

হরতালের আগের দিন সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ীতে অগ্নিসংযোগ পুলিশের  কাজে বাধা এর অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছেন সাভার থানার (ওসি তদন্ত) আমিনুল ইসলাম।

মামলার আসামীরা হচ্ছে, ১/ মো: শফিকুল ইসলাম (২৮) পিতা হাজী সান্তা মিয়া সাং গেন্ডা টিয়াবাড়ী বাসা নং ৬/বি ২/ আ: সালাম (৪২) পিতা মো: আব্দুল খালেক সাং ১ নং কলামা ৩/ দেলোয়ার হাওলাদার (৪৩) পিতা ইস্রাফিল হালোদার ৪/ মাসুম হাওলাদার (২৭) পিতা মান্নান হাওলাদার উভয় সাং সাধাপুর ৫/ শাহাজাহান মিয়া (৪৫) পিতা মৃত ওয়াজ আলী সাং অজ্ঞাত ৬/ জাহাঙ্গীর  আলম (৪৫) পিতা অজ্ঞাত সাং অজ্ঞাত ৭/ সাইফুল ইসলাম (৩০) পিতা লাল মিয়া গেন্ডা টিয়াবাড়ী ৮/ নাজমুল আলম খান (৩০) পিতা অজ্ঞাত সাং তালবাগ ৯/ দিপু (৪৫) পিতা অজ্ঞাত সাং গেন্ডা আদন্দপুর ১০/ হাসান (৩০) পিতা সোহরাব মিয়া সাং গেন্ডা ১১/ সাগর (৩০) পিতা ফজজুর রহমান সাং গেন্ডা ১২/ হাসান (৩০) পিতা মজিবর সাং-গেন্ডা, ১৩/ টুটুল (২৮), পিতা-অজ্ঞাত সাং-তালবাগ ১৪/ পলাশ (৩৫) পিতা অজ্ঞাত সাং তালবাগ ১৫/ আরিফ (৩০) পিতা ইস্রাফিল সাং গেন্ডা ভোলার দোকান সংলগ্ন ১৬/ মোঃ রম্নবেল (২৮) পিতা করিম মিয়া সাং গেন্ডা টিয়াবাড়ী ১৭/ মোঃ রিপন (৩০) পিতা অজ্ঞাত সাং গেন্ডা টিয়াবাড়ী ১৮/ মোঃ আলী (৩৫) পিতা দুদু মিয়া সাং গেন্ডা টিয়াবাড়ী ১৯/ মজিবর (৩০) পিতা চান মিয়া ওরফে সুনু মিয়া সাং গেন্ডা পুকুর পাড় ২০/ মোঃ মহিউদ্দিন (৫০) পিতা আনিছ উদ্দিন সাং রাজাঘাট ২১/ মোঃ কুতুব উদ্দিন (৫১) পিতা মৃত মনির উদ্দিন মাতব্বর সাং রাজফুলবাড়ীয়া ২২/ আবুল (৩৫) পিতা মাইনুদ্দিন সাং রাজাঘাট ২৩/ আতিকুর রহমান রুবেল পাশা (২৮) পিতা মোহন বেপারী সাং রাজফুলবাড়ীয়া ২৪/ মহিউদ্দিন (৩৫) পিতা মনির উদ্দিন সাং শোভাপুর ২৫/ মোঃ জনি (২৫) পিতা মন্টু সাং নগরচর ২৬/ আয়েব আলী কুটি (৩০) পিতা অজ্ঞাত সাং রাজফুলবাড়ীয়া ২৭/ আসাদুজ্জামান টিটু (২৪) পিতা আলেক খান সাং সবুজবাগ ২৮/ মোঃ আনোয়ার হোসেন (২০) পিতা আলী আহাম্মেদ সাং কাতলাপুর ২৯/ শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪০) পিতা অজ্ঞাত সাং ব্যাংক কোলনী ৩০/ জাহাঙ্গীর ওরফে ভিপি জাহাঙ্গীর (৩০) পিতা অজ্ঞাত সাং সাভার ঘোষপাড়া ৩১/ নয়ন (৩৮) পিতা অজ্ঞাত সাং ওয়াপদা রোড ৩২/ মোঃ শহিদুল ইসলাম (৩৫) পিতা গরিবুলস্নাহ সাং ২ নং কলমা ৩৩/ মোঃ রেজাউল করিম জুয়েল (৩৫) পিতা মতি মিয়া সাং দক্ষিন শ্যামপুর ৩৪/ মোঃ মিজানুর রহমান (৩২) পিতা অজ্ঞাত সাং ডগরমোড়া ৩৫/ মোঃ আব্বাস উদ্দিন (৩৮) পিতা জব্বার সাং বাড্ডা ভাটপাড়া ৩৬/ একলাছ উদ্দিন আহম্মেদ (৫৫) পিতা মৃত সিরাজ উদ্দিন খান সাং ব্যাংক কোলনী ৩৭/ হাসান মাহাবুব মাষ্টার (৫২) পিতা মৃত কোরবান আলী সাং ডগর মোড়া ৩৮/ মোঃ বিলস্নাল হোসেন (৪০) পিতা হাফেজ উদ্দিন সরদার সাং ব্যাংক কোলনী ৩৯/ লুৎফর রহমান (৪৮) পিতা মৃত আহাম্মদ মোলস্না সাং আড়াপাড়া ৪০/ মোঃ জাহাঙ্গীর ওরফে বোতল জাহাঙ্গীর (৩৫) পিতা সাত্তার সাং ওয়াপদা রোড় ৪১/ উজ্জল (৩৪) পিতা অজ্ঞাত সাং মজিদপুর সংলগ্ন ক্যাপিটাল গামের্ন্টস এর পাশে ৪২/ শাহারীয়া মোঃ মোজাম্মেল ওরফে সুমন হক (৩৮) পিতা আব্দুল হক সাং কাতলাপুর ৪৩/ মেহেদী হাসান মাসুম (৩৫) পিতা আব্দুল করিম সাং ডগরমোড়া ৪৪/ আসাদুজ্জামান টিটু (২৪) পিতা আলেক খান সাং সবুজবাগ ৪৫/ আনোয়ার হোসেন (২০) পিতা আলী আহাম্মদ সাং কাতলাপুর ৪৬/ ঢাকা জেলা ছাত্রদল সহ-সভাপতি ও পৌর ছাত্রদল সাধারন সম্পাদক হাসিবুর রহমান (২০) পিতা আলী আহাম্মেদ সাং কাতলাপুর ৪৭/ শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪০) পিতা অজ্ঞাত সাং ব্যাংক কোলনী ৪৮/ জাহাঙ্গীর ওরফে ভিপি জাহাঙ্গীর (৩০) পিতা অজ্ঞাত সাং সাভার ঘোসপাড়া ৪৯/ নয়ন (৩৮) পিতা অজ্ঞাত সাং ওয়াপদারোড় ৫০/ মোঃ শহিদুল ইসলাম (৩৫) পিতা গরিবুল্লাহ সাং ২ নং কলমা ৫১/ মিজানুর রহমান (৩২) পিতা অজ্ঞাত সাং ডগরমোড়া ৫২/ শাহনেওয়াজ হাওলাদার (২০) পিতা অজ্ঞাত সাং পাবর্তীনগর ৫৩/ বুলবুল (৩০) পিতা আওলাদ মাষ্টার সাং উত্তর জামসিং ৫৪/ মোঃ ইদ্রিস আলী (৩০) পিতা আলী উদ্দিন সাং জামসিং ৫৫/ মোঃ আব্বাস উদ্দিন (৩৫) পিতা জব্বার সাং বাড্ডা ভাটপাড়া ৫৬/ শফিকুর রহমান খান @ টুটুল (৩৫) পিতা আলহাজ্ব নুর মোহাম্মদ সাং সাভার উত্তর পাড়া ৫৭/ ফজলু (৩০) পিতা খোরশেদ ভান্ডার ৫৮/ মো: কামরম্নল ইসলাম (৩৫) পিতা অজ্ঞাত সাং সাভার পৌরসভা ৫৯/ মো: সরোয়ার উদ্দিন (৪৫) পিতা অজ্ঞাত সাং সাভার পৌরসভা ৬০/ মোঃ নুরুজ্জামান (২৯) পিতা অজ্ঞাত সাং সাভার ৬১/ আব্বাস উদ্দিন পাপ্পু (৩৪) পিতা অজ্ঞাত সাং সাভার পৌরসভা ৬২/ মোঃ শাহেদ আলী (৪২) পিতা অজ্ঞাত সাং পৌরসভা ৬৩/ শাহ আলম (৩৩) পিতা অজ্ঞাত ৬৪/ আয়নাল হক (৪০) পিতা রহিজ উদ্দিন সাং কলমা ৬৫/ রাফিক (৪৭) পিতা মৃত হাফিজ উদ্দিন সাং কর্নপাড়া বড়বাড়ী ৬৬/ একলাছ উদ্দিন আহম্মেদ (৫৫) পিতা মৃত সিরাজ উদ্দিন খান সাং ব্যাং কলোনী ৬৭/ ইঞ্জিনিয়ার ফারুক হোসেন (৫০) পিতা অজ্ঞাত সাং রাজাঘাট ৬৮/ সাইদউলস্নাহ ওরফে সাদুলস্নাহ (৫২) পিতা অজ্ঞাত সাং ড়গরমোড়া ৬৯/ মোঃ বিলস্নাল হোসেন (৩৮) পিতা হাফিজ উদ্দিন সরদার সাং ব্যাংক কোলনী ৭০/ লুৎফর রহমান (৪৮) পিতা মৃত আহম্মদ মোলস্না সাং আড়াপাড়া ৭১/ মোঃ আহাম্মদ (২৫) পিতা অজ্ঞাত সাং এনাম মেডিকেল কলেজ ৭২/ নাজমুস সাজ্জাদ (২৬) পিতা অজ্ঞাত সাং পৌরসভা ৭৩/ আলাউদ্দিন (২২) পিতা অজ্ঞাত সাং সাভার পৌরসভা ৭৪/ মোঃ আব্দুর রহিম (২৪) পিতা অজ্ঞাত সাং আমিন বাজার ৭৫/ কুতুব আলী মেম্বার (৪৫) পিতা অজ্ঞাত সাং রাজ ফুলবাড়ীয়া ৭৬/ মোঃ ইউনুছ মন্ডল (৩২) পিতা মোঃ মনির মন্ডল সাং আকরান বিরম্নলিয়া ৭৭/ মোঃ করিব পালোয়ান (৩৮) ৭৮/ মোঃ আফছার মোক্তার (৫০) উভয় পিতা মুত ফুলচান পালোয়ান সাং বক্তারপুর ৭৯/ আনোয়ার হোসন (৩০) পিতা মোঃ কাদের মিয়া সাং ২ নং কলমা ৮০/ ফয়েজ উদ্দিন (৪৫) পিতা মৃত জয়নুদ্দিন সাং দক্ষিন কলমা ৮১/ মোঃ রুস্তম আলী (৩৭) পিতা অজ্ঞাত সাং চাপাইন ৮২/ মোঃ সিদ্দিকুর রহমান (৫২) পিতা মৃত হাজী আলী হোসেন ৮৩/ মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) পিতা আলীমুদ্দিন মাষ্টার উভয় সাং যাদুরচর ৮৪/ মোঃ আফছার উদ্দিন (৩০) পিতা জয়নাল আবেদীন সাং জয়নাবাড়ী হেমায়েতপুরসহ অজ্ঞাত নামা আসামী করা হয়েছে আরো ৩৫/ ৪০ জনকে।

মামলার বাদী সাভার থানার এস আই শাহীন শেখ জানান, গত রবিবার হরতালের আগের দিন সন্ধ্যায় বিএনপি ও ১৮ দলের হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে একটি মিনি বাস  যাহার নং (কুমিল্লা-ব-৪৬২০ ) ভাংচুর অগ্নিসংযোগ করে। সেই সাথে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের  কাজে বাধা প্রধান করে। তাদের সকলের হাতে লাঠি সোটা ছিল।

এ অভিযোগে তাদের বিরুদ্ধে  ১৪৩/১৪৭/১৪৮/৩৩২/৩৫৩/৪৩৫/৪২৭ ধারায়  মামলা নং ০৯ দায়ের করা হয়েছে।

এস এম আব্দুল্লাহ/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here