মিরপুর :  মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ হার মানে ৭ উইকেটে। এর ফলে হারের ষোলোকলা পূর্ণ করে বিশ্বকাপের সুপার টেন থেকে বিদায় নিল বাংলাদেশ।

অন্যদিকে অস্ট্রেলিয়া সান্ত্বনার একটি জয় নিয়ে দেশে ফিরে যেতে পারবে।

অস্ট্রেলিয়ার হয়ে ফিঞ্চ ৭১ রান করে আল-আমিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। এর আগে ওয়ার্নার ৪৮ রানে আল-আমিনের বলে বোল্ড হয়ে ফিরে যান। অভিষিক্ত তাসকিন আহমেদ ম্যাক্সওয়েলকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম উইকেট নেন।

এর আগে বাংলাদেশের ইনিংসে সাকিবের সঙ্গে ১১২ রানের জুটি গড়ে আউট হন মুশফিক (৪৭)। এরপর ৬৬ রান করে ফিরে যান সাকিব। মাহমুদুল্লাহ এবং নাসির মিলে কাঙ্খিত গতিতে রান তুলতে না পারায় ১৫৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। শেষ বলে নাসির বোল্ড আউট হন।

ইনিংসের শুরুতে শূন্যরান করে সাজঘরে ফিরেছেন আনামুল হক বিজয়। ৫ রান করে আউট হন তামিম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here