প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দিতে আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনে  গ্লোবাল কনফারেন্সের আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ।

জাতিসংঘ বাংলাদেশ মিশনের সহায়তায় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ড. এ কে আবদুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মনসুর খান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ও নিউজার্সির কাউন্সিলম্যান ড. নুরুন নবী, অটোয়া প্রবাসী অধ্যাপক ড. ওমর সেলিম শের, বাংলাদেশের যুদ্ধশিশু-মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুস্তাফা চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর,  কবি ও লেখক ফকির ইলিয়াস, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, সাবেক সংসদ সদস্য এম আনিসুজ্জামান খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, কনফারেন্সের আহবায়ক নুরুল আবেদিন প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, আবু রায়হান, তাহমিনা শাহীদ, জলি কর, সবিতা দাশ, শাহরিন সুলতানা, চিত্র এষ, অনুপ কুমার, জেরিন মাইশা, রবি শংকর, শহীদ উদ্দীন, দিলরুবা আবেদীন, নিখিল রায় প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করবেন, সাখাওয়াত আলী, মুহাম্মদ আবদুস সালাম, নাঈমা খান, মিনা ইসলাম।

কনফারেন্সের পরিকল্পনা, উপস্থাপনা ও প্রধান সমন্নয়কারী সাংবাদিক ওমর আলী।

অনুষ্ঠানে লন্ডন, প্যারিস, মস্কো, বার্লিন, রোম, কুয়ালালামপুর, অটোয়া, মন্ট্রিল, টরেন্টো এবং আমেরিকার বিভিন্ন শহর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জাতিসংঘ সদর দপ্তরে অবস্থিত বিভিন্ন মিশনের কর্মকর্তা এবং প্রবাসীরা যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের পূর্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আয়োজকদের উদ্দেশ্য বলে জানা গেছে।

অনুষ্ঠানের সাফল্য কামনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বাণী দিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here