পুলিশের বাস খাদে পড়ে ১ কনস্টেবল নিহত, আহত ২৩ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলায় পুলিশবাহী বাস নিয়ন্ত্র হারিয়ে খাদে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামের এক কনস্টেবল নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ২৩ পুলিশ সদস্য।

এর মধ্যে গুরুত্ব আহত কনস্টেবল শৈলেন, হাবীবুর রহমান ও হাসানসহ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, কুমিলা থেকে দায়িত্ব পালন শেষে খাগড়াছড়ি ফেরার পথে পর্যটন কেন্দ্র সংলগ্ন ময়লা ডিপো এলাকায় পৌছলে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পরে যায়।

এ সময় নিহত হয় কনস্টেবল আবু বক্কর সিদ্দিক। আহত হয় আরো প্রায় ২৩ পুলিশ সদস্য। তার মধ্যে গুরতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আন্যান পুলিশ সদস্যরা হচ্ছে- কনস্টেবল মনিরুল, জিলানী, সাব্বির, আরাফাত, সাদ্দাম, রানা, মুনির, হারুন, রবিউল, জাকির, তাজুল ইসলাম, শৈলেন, মোজাম্মেল, জসিম, শাহ আলম, হাসান, সজিব, জাহিদুল ও হারুন রশিদ।

ফায়ার সার্ভিস সুত্র জানায়, বাসটি প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়া বাসটি উদ্ধারের পক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

ঐ বাসে ২৬ পুলিশ সদস্য ছিল বলে জানা গেছে। আহতদের খাগড়াছড়ির সেনা সিএমএস ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, কুমিল্লায় জরুরি দায়িত্ব পালন শেষে খাগড়াছাড়ি ফেরার পথে পুলিশবাহী বাসটি দুর্ঘটনার শিকার হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে আহতের দেকতে হাসপাতালে ছুটে গেছেন, খাগড়াছড়ির এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপারসহ প্রশাসনিক নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here