মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্মুলের লক্ষ্যে ১৬ দিনের সক্রিয়তা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার মাঘই পানিমাছপুকুরী উচ্চ বিদ্যালয়ে দিনভর সচেতনতামূলক প্রচার অভিযান ও খেলাধুলার আয়োজন করা হয়।

মঙ্গলবার দিনব্যাপী এই আয়োজনে নারী ও শিশুর অধিকার স¤পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কাবাডি, ফুটবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি।পরে খেলার বিভিন্ন সরঞ্জাম বিদ্যালয় কর্তৃপক্ষকে তুলে দেয়া হয়।

এ সময় ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ফেরদৌসী সুলতানা ও রুনা ক্যাথি, মাঘ মানিমাছপুকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রোকশানুল ইসলাম লিয়ন, পঞ্চগড়ের টিম লিডার এএফএম তানজিরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেকটা কমে আসবে বলে মনে করেন আয়োজকরা।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here