নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের আয়োজনে জনসচেতনতা মুলক ‘হিট স্ট্রোক’ বিষয়ক সেমিনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবু রায়হান মোঃ সুজা উদ দৌলা।

এতে হিট স্ট্রোক রোধে করণীয়, চিকিৎসা ও প্রস্তুতি বিষয়ক তথ্য উপস্থাপন করেন মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ এসএম রেজাউল করিম। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু বিন হাজ্জাজ ও সহকারী পরিচালক আরিফুজ্জামান, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক ডা.দিলিপ কুমার রায় ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

সেমিনারে নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবু রায়হান মোঃ সুজা উদ দৌলা জানান, তাপদাহে থেকে রক্ষা পেতে কাজ ছাড়া অযথা বাহিরে না যাওয়া, বেশি বেশি পানি পান করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here