unnamed_97733নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক জেএফকে বিমানবন্দরে পৌঁছলে প্রচণ্ড বিক্ষোভের মুখে পড়েন তিনি। ওই সময় শেখ হাসিনা বিরোধী শ্লোগানে বিমানবন্দর এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরের পেছনের বিশেষ দরজা দিয়ে স্থান ত্যাগ করান।

বুধবার রাত দশটায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে নিউইর্য়কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৮০ জনের এক বিশাল বহর নিয়ে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌছেন।

৫ জানুয়ারীর ভোটারবিহীন একদলীয় নির্বাচনের মধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা আকড়ে থাকা সরকার প্রধান শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে অবাঞ্চিত ঘোষণা করে তাকে প্রতিরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির নেতা-কর্মী এবং সচেতন প্রবাসী বাংলাদেশী সমাজ। তারই ফলশ্রুতিতে বুধবার  সন্ধ্যা ৭টা নাগাদ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী জেএফকে টার্মিনাল-৭ এ অবস্থান নেন । ঐসময় তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অল্প কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ পর্যায়ে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে নিউইয়র্ক পুলিশের বিপুল সংখ্যক সদস্য টার্মিনাল-৭ এবং বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় । উল্লেখ্য হাসিনার আগমনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের বৈধ অনুমতি পুলিশ, প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যথাসময়ে নেয়ায় পুলিশ বিক্ষোভকারীদের কোন বাধা দেয়ার চেষ্টা করেনি। রাত দশটা নাগাদ পরিস্থিত আরও নাজুক হয়ে  উঠলে হাসিনাকে বিমানবন্দরের সদর দরজা দিয়ে বের হতে দেয়া অনিরাপদ মনে করেন কর্তৃপক্ষ । ঐসময় হাসিনা বিরোধী শ্লোগানে বিমানবন্দর এলাকা প্রকম্পিত হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ শেখ হাসিনাকে বিমানবন্দরের পেছনের বিশেষ দরজা দিয়ে শহরে পাঠাতে বাধ্য হন।  বিমানবন্দরের হাসিনা  প্রতিরোধ বিক্ষোভে উপস্থিত ছিলেন ,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতীফ সম্রাট , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরাফত হোসেন বাবু , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সহ অসংখ্য বিএনপি নেতা কর্মী এবং প্রবাসীরা ।এই বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনা তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালে যেখানে যাবেন সেখানেই প্রতিহত করা হবে বলে ঘোষণা দেয়া হয়। সমাবেশ থেকে অনতি বিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুন:প্রবর্তনের জোর দাবী জানানো হয়। এছাড়া  বৃহত্তর আন্দোলনের সাথেও একাত্বতা ঘোষণা করেন বিক্ষোভকারীরা ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here