আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::
সুন্দরবন থেকে লোকালয়ে এসে মানুষের বাড়ীঘরে উৎপাত করতে থাকা বানরটিকে উদ্ধার বনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, রবিবার সকাল ১০ টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ বাজিকরখন্ড এলাকায় ঢুকে পড়ে এ বানরটি।
পরে বানরটি ওই এলাকার দক্ষিণ বাজিকরখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বাড়ীতে ঢুকে উৎপাত শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরে আমরা সেখান থেকে বানরটি উদ্ধার করি। পরে বেলা ১১টার দিকে বানরটিকে জিউধারা ফরেস্ট অফিস সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়েছে। এটি ৭/৮ বছর বসয়ের একটি বড় বানর ছিলো।
তিনি বলেন, গত দুই মাসে (জুন-জুলাই) মোংলা ও মোড়েলগন্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬টি অজগর, ২টি কেউটে সাপ, ৪টি বানর, ১টি কচ্ছপ ও ১টি তক্ষক উদ্ধার করা হয়। এ প্রাণীগুলো নানা সময়ে লোকালয়ে চলে যায়। পরে সেগুলোকে উদ্ধার করে আবারো বনে ফেরত পাঠানো হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here