Tahmina Shilpi

রাতকুমারী
তাহমিনা শিল্পী

কোলাহল বুকপকেটে রেখে,
ক্লান্ত সাঁঝ এগিয়ে যায় রাতের মোহে।
দিনের হিসেবের খাতা শূণ্য হলেও-
মধ্যরাতের নৈঃশব্দে,
রাতকুমারীর রসায়নে জোটে,
পরিবারের বেঁচে থাকার নুন্যতম রসদ।
সভ্যরা যতই দিক না গালাগাল,
আসলে তো তাদেরই ফাঁকা বিবেকের ঘট।
নাহলে মনে রাখত রাতকুমারীর আত্মবলিদান।
জানতো,তার বুকের বাতাসেও লুকিয়ে আছে
রক্ত গোলাপের ঘ্রান!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here