“অনুভূতির মায়াজাল”
-ডাঃ গোলাম রহমান ব্রাইট
.
রাতের আঁধারে বিমূর্ত সময়ে জ্বালিয়ে দীপশিখা
অনাগত স্বপ্নের সন্ধানে বিমূঢ়, কিঞ্চিৎ অপেক্ষা
মিথ্যা সান্ত্বনায় সৌন্দর্য বিদীর্ণ হয় বিনিদ্র রজনীতে
বিরহের গান যত অভিমান করি আহবান সজনীকে।
.
জীবন বাতায়ন খুলে স্মৃতি রোমন্থন, বিমুগ্ধ অপলোকে
ফেলে আসা স্মৃতি ভুল বোঝাবুঝি ম্লান চোখের পলকে
অনুভূতির মায়াজালে মনের অগোচরে কাঁদি উচ্ছলতায়
অভাব অনাটন দেখা মেলা ভার চলি পূর্ণ সচ্ছলতায়।
.
কত বিলাপ কত অভিশাপ গন্ধ বিলিয়ে কাঁদে
তব হৃদয়ের অশ্রুহীন হাসি গেছে পূর্ণিমায় ঐ চাঁদে
নিদারুণ স্পর্শে কল্পলোকে দেখি সবই হয়েছে ভুলে
অনন্ত কষ্টের করুণ কান্না ঝেড়ে ফেলি নীল দরিয়ার কূলে।
.
অদৃশ্যের ক্রমাগত আক্রোশে দিকভ্রান্ত পদদলিত হিয়া
আর্তনাদের প্রতিধ্বনিতে স্তব্ধ হৃদয় অবগুণ্ঠনে প্রিয়া
ধূম্রের কুন্ডলী স্তম্ভিত নয়ন সবই তাঁরই ব্যথার দান
জ্ঞানের ঐশ্বর্যে মহিমান্বিত হোক বর্ষণ ধারা জুড়াক প্রাণ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here