টাঙ্গাইল : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে টাঙ্গাইলেও চলছে পরিবহন ধর্মঘট।

আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া ধর্মঘট শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সারাদেশে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এ পরিবহন ধর্মঘটের কারণে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দূরপাল্লার কোন বাস ও ট্রাক ছেড়ে যায়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন উপজেলাগুলোতে বিচ্ছিন্নভাবে হাতেগুনা ট্রাক ও পিকআপ ভ্যান চলাচল করছে। তবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে।

ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাস চলাচল না করায় সিএনজি ও অটোরিকশায় ভাড়া নেয়া হচ্ছে কয়েকগুন বেশি।

 শামীম আল মামুন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here