গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিরোধী দলের অবরোধের মধ্যে সোমবার সকাল সড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেটর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানান, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সকালে ঢাকা থেকে নিজের এলাকা কিশোরগঞ্জের পথে রওয়না হন।

তার গাড়িবহর টঙ্গীর হোসেন মার্কেট পার হওয়ার পরপরই রাস্তার ওপর অন্তত তিনটি হাতবোমা ও ঢিল ছোড়া হয়।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাঈল হোসেন বলেন, ঢিলের আঘাতে কয়েকটি গাড়ির কাচ ভেঙেছে। তবে মন্ত্রীর গাড়িবহর নিরাপদেই গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে। তাদের গাড়ির কোনো ক্ষতি হয়নি।

সৈয়দ আশরাফের গাড়ি বহরই এ হামলার লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন ওসি।

এ ঘটনায় কেউ আহত হননি বলে ওসি কাজী ইসমাইল জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here