ছাত্রলীগআদীল হোসেন, ভোলা প্রতিনিধি :: “ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস” এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় ছাত্র লীগের কলেজ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকালে ভোলা সরকারী কলেজে প্রঙ্গনে দিনব্যাপি এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ।

সকালে এই ক্যাম্পিং এর উদ্বোধন করেন ভোলা সরকারী কলেজের অধক্ষ্য পারভীন আখতার।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপধক্ষ্য মহসিন গোলদার, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো: জামাল উদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর একান্ত প্রচেষ্টায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসাবে ভোলা সরকারী কলেজে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও জঙ্গী কর্মকান্ডকে “না” বলা, অপরাজনীতি কে পরিহার করা শিক্ষর্থীদের সুষ্ঠ রাজনীতি করার আহবান জানানো হয়। পরে ছাত্রলীগের কর্মীরা ভোলা সরকারী কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে। এর পরে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে ভোলা কলেজ প্রঙ্গন প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্র লীগের সভাপতি আবিদুল আলম আবিদ, সাধারন সম্পাদক আকতার হোসেন, জেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম মমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: ফাহাদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহামুদ, সম্পাদক মাইনুল ইসলাম,  কলেজ ছাত্রলীগের সভাপতি তৌয়বুর রহমান,  সম্পাদক আসিফ মার্শেল, ছাত্রলীগ নেতা হিমেল সহ আরো অনেকে ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here