রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি::

করোনা ভাইরাসের কারণে গত বছর অটোপাশের পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা রবিবার গাইবান্ধায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সাত উপজেলার ৭২টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোক.) ও দাখিল (ভোক.) পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার এই পরীক্ষায় ১৯ হাজার ৯০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯ হাজার ৫০৪ জন ও অনুপস্থিত ছিল ৪০১ জন। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফুলছড়িতে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের সাধারণ শাখা সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় জেলার সাত উপজেলার ৪০টি পরীক্ষা কেন্দ্রে ১১ হাজার ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ হাজার ৬১৭ জন ও অনুপস্থিত ছিল ১২৪ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় ১১টি পরীক্ষা কেন্দ্রে চার হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল চার হাজার ৭৯৭ জন ও অনুপস্থিত ছিল ১৭৯ জন।

কারিগরী শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি (ভোক.) পরীক্ষায় ১৭টি পরীক্ষা কেন্দ্রে তিন হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল তিন হাজার ৩১ জন ও অনুপস্থিত ছিল ৮৭ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল (ভোক.) পরীক্ষায় চারটি পরীক্ষা কেন্দ্রে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৯ জন ও অনুপস্থিত ছিল ১১ জন। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফুলছড়ির বুড়াইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি (ভোক.) এর এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here