ডেস্ক রিপোর্ট:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে সমন্বয়কৃত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। শর্ত উপেক্ষা করলে আবারও কঠোর হতে বাধ্য হবে সরকার।

দ্বিতীয় দফায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে সরকার ঘোষিত লকডাউনের চতুর্থ দিনে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে নিজ সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে।

এমতাবস্থায় সমন্বয় করা ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের।

একই সময় তিনি আবারও সবাইকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here