ঢাকা: পবিত্র ওমরা পালনের জন্য সপ্তাহব্যাপী সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮৫৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সেখানে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ড. এজেডএম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনুসহ দলের শীর্ষ স্থানীয় নেতারা।

সফরের শুরুতেই বেগম খালেদা জিয়া তার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রাহমানসহ সর্বপ্রথম মদিনায় যান। সেখানে তারা মহানবি (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে ৩ দিন অবস্থান শেষে মসজিদে নববিতে ইবাদত বন্দেগিতে সময় কাটান। এরপর ২২ জুলাই মক্কায় গিয়ে পবিত্র ওমরা পালন করেন তারা।

এর আগে বেগম খালেদা জিয়া গত ২০ জুলাই ওমরা পালনের উদ্দেশে সৌদি বাদশার আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। একই দিনে দুবাই থেকে তার সঙ্গে সপরিবারে যোগ দেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনিও আজ লন্ডন ফিরে গেছেন বলে দলীয় সত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here