গাড়িতে ধাক্কা দেয়ায় এক ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের। ওই ঘটনায় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। ২০১৫ সালের ৫ আগস্ট করাচিতে এ ঘটনা ঘটে।

জাতীয় স্টেডিয়ামে যাওয়ার পথে হওয়া ওই ঘটনায় গাড়িতে গুলি লাগলেও ওয়াসিম আকরাম বেঁচে ফিরেছিলেন। পরে ওই ঘটনায় মামলাও করেন তিনি। সম্প্রতি নিজের হত্যাচেষ্টাকারীকে ক্ষমা করে দিয়েছেন তিনি। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, অভিযুক্ত পক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর সাবেক এ ফাস্ট বোলার ওই সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন ওয়াসিম আকরাম। সেখানেই তিনি তার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ভুল বোঝাবুঝির জন্যই ওই মামলাটি করেছিলেন তিনি।

ওয়াসিম আকরাম মামলা উঠিয়ে নেয়ার পর আসামীদেরও ছেড়ে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here