ঢাকা: টানা সপ্তাহ খানেকের মতো কাঠফাটা গরমের পর অস্বস্তিতে দিন কাটছিল রাজধানীবাসীর। হঠাৎ করেই বুধবার দুপুরে মেঘের কোল জুড়ে এলো এক পশলা স্বস্তির বৃষ্টি। আর এতেই নগরবাসীর মন নেচে ওঠে রিমঝিম বৃষ্টির ছন্দে।

পুরো সপ্তাহের গরমের সঙ্গে বুধবার সকাল থেকেই ছিল কাঠ ফাটা রোদ। দুপুর গড়াতেই আকাশে কিছু কালো মেঘের  আনাগোনা ও বজ্রপাতের আওয়াজ। এর কিছুক্ষণ পরই নেমে এলো স্বস্তির বৃষ্টি। যদিও মাঝে মাঝে একটু আধটু রোঁদ, আবার ঝিরঝির বৃষ্টি হচ্ছিল।

এ স্বস্তির নিশ্বাসে কেউ গা ভাসিয়ে দিয়েছে আবার কেউ তাদের মাথা গুজেছে বাহারি রঙের ছাতায়। টানা গরমে এ বৃষ্টি যেন সবারই কাম্য ছিল। কাক যেমন তিষ্ণা মেটানোর আশায় থাকে, তেমনি বৃষ্টিতে ভেজার অপেক্ষায় থাকে নগরবাসীও। আধাঘণ্টার এ বৃষ্টি বয়ে এনেছে শান্তির বাতাস।

বৃষ্টি দেখলে সবারই কবি হতে ইচ্ছে করে। প্রত্যেকেই চায় হাত বাড়িয়ে বৃষ্টি আলিঙ্গন করতে। ভালোবাসি বৃষ্টি দিন/ চায়ের কাপে আনমনা মেঘ /চিলতে রোদে সাতরঙা সুখ।

রাস্তায় ভিজতে থাকা অনিমা জানালেন, ওহ বাবা আজকে যা গরম। বৃষ্টি আমার অনেক ভালো লাগে। আম্মু নিষেধ করা সত্বেও আমি বৃষ্টিতে ভিজছি। আমার খুব ভালো লাগছে।

এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে হাল্কা ধরনের বৃষ্টিপাত হয়েছে। এসময় কিছু কিছু এলাকায় দমকা বাতাসও বয়ে যায়। এছাড়াও সিলেট বিভাগে রাতে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here