দেবীপদে নিবেদন
-কবিতা কস্তা
 
কবি নই, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি-
ধিক! সেইসব কালো মনের কালসাপ শোভিত
হৃদয়ানুভূতিকে-
মনুষ্যত্বের দোহাই দিয়ে, রক্তাক্ত পরিত্যায্য করছে
যারা, কোটি হৃদয়ের পরিপাটি মানবতার প্রান্তর।
সর্বময় ক্ষমতাময় ঈশ্বরের ক্রোড়েও মারছে মারণযজ্ঞে
নিমজ্জিত, জীবন বিনাশী তীরের তীক্ষ্ণ ফলক!
 
জীবনের সর্বস্ব বাজি রেখে গড়ে তোলা স্বপ্ন সাধের
প্রতিমার প্রতি পরতে পরতে যেখানে ছড়িয়ে আছে
আবেগের সুর, ভালোবাসার অফুরান অর্ঘ্যডালা।
তাঁরই চরণে সরবে গর্জে উঠছে কেন প্রহেলিকা মৃত্যুর?
মনুষ্য কি মনুষ্য জীবনের ভাবকর্তা? নাকি সেই অধিকার তার ভোগ্য?
জ্যোতির্ময় দেবতার কর্ণকুহরে বিশ্বাসের আজ কি দোলা জাগাচ্ছে!
মহীশাশূড়ের শূলে আজ কাদের চড়াবেন দেবী?
 
মর্ত্যমতী মা জননীর চরণে আজ দৃপ্ত নিবেদন;
বিনাশকারী সর্বাঙ্গে বধেন যেন তব পিশাচরূপী
শয়তানসমদের ঘৃণ্য প্রতিকৃতি।।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here