ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নতুন করে আক্রান্ত ২৫৮ জনের মধ্যে শুধু রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালেই ভর্তি হয়েছেন ২১২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জনকে নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা সর্বমোট এক হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে।  তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত মোট ৮ হাজার ৫৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৪৫৮ জন। এই সময়ে মারা গেছেন ৩৮ জন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here