মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলছে, ইরাকের কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আইএস’র হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা বিমান হামলার অনুমোদন করেন। তবে ইরাকে নতুন করে সেনা পাঠানো হবে না বলে মন্তব্য করেন তিনি।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উত্তর ইরাকে আইএস’র অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরবিল শহরে আইএস’র ভারি অস্ত্র লক্ষ্য করে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।

এদিকে প্রথম দফা হামলার পর দ্বিতীয় দফায় দু’বার হামলা চালানো হয়। এ সময় আইএস’র একটি মর্টার কেন্দ্র ধ্বংস ও তাদের একটি দলকে হত্যা করা হয়।

এ হামলার ১ ঘণ্টা পর ৭টি গাড়ির একটি বহরে হামলা চালানো হয়। ভূমধ্যসাগরের মার্কিন বিমানবাহী একটি ক্যারিয়ার থেকে হামলাগুলো চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here