ডেস্ক নিউজ:: করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধে শর্ত সাপেক্ষে দেশে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে এর আগে গত ৪ এপ্রিল শর্ত সাপেক্ষে দেশে সার্বিক কার্যাবলী/চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করে সরকার, যা পরে আরও দুইদিন বাড়ানো হয়।

এরই মাঝে গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হবে বলে জানান। সে অনুযায়ী সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার প্রজ্ঞাপন জারি করলো মন্ত্রিপরিষদ বিভাগ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here