প্রমীলা বিশ্বকাপ বাছাইয়ের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ৭৩ রানে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার বি গ্রুপের খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বিসমাহ মারুফের অর্ধশতকের সুবাদে ১৯৭ রান করে পাকিস্তান। জবাবে ৪২.২ ওভারে ১২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে আয়েশা আক্তার ও পান্না ঘোষ উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করে সাবধানী সূচনা এনে দেন। কিন্তু পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ২৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। ছয়জন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কের ঘরে। কিন্তু কেউ নিজেদের ইনিংসকে তেমন বড় করতে পারেন নি। আয়েশা ১৯, চামেলি খাতুন ১৪, লতা মণ্ডল ১৪ ও ফারজানা হক ১২ রান করেন। পাকিস্তানের পক্ষে নিদা দার ৪ উইকেট নেন। ব্যাট হাতে ৭৯ রান করা মারুফ নেন ৩টি উইকেট। এর আগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অফস্পিনার খাদিজা তুল কুবরা। তার ঘূর্ণি জালে বিভ্রান্ত হয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয়া পাকিস্তান ১৯৭ রানে অলআউট হয়ে যায় এক বল বাকি থাকতেই। খাদিজা ৪ উইকেট নেন। পাকিস্তানের মেয়েরা ৩৬ রান যোগ করতেই হারায় শেষ ৬ উইকেট। এর আগে চতুর্থ উইকেটে জাভেরিয়া খানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে দলকে ভাল ভিত গড়ে দেন বিসমাহ। দলীয় ১৩৪ রানে জাভেরিকে (৩০) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের খেলায় ফেরান খাদিজা। শেষ পর্যন্ত খাদিজা ৭৯ রান করে সাজঘরে ফেরেন বিসমাহ। ওই রানেই শেষ দুই উইকেট হারায় পাকিস্তান। এছাড়া কানিতা জলিল করেন ৩৩ রান। অবশ্য বাংলাদেশের ফিল্ডাররা চারটি ক্যাচের সহজ সুযোগ হাত ছাড়া না করলে খেলার চিত্র হয়তো অন্যরকমও হতে পারতো। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুনের পরপর দুই ওভারে শুকতারা ও খাদিজা দুটি সহজ ক্যাচ মাটিতে ফেলে দেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here