২৭নভেম্বরের রোড মার্চ বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় জামায়াতে ইসলামী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। চলছে প্রতিদিন মহানগরী, জেলা, থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা ও সমাবেশ। এ নিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ব্যাপক সরব হয়েছে। তারা খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত মহা সমাবেশে লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি করার জন্য প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর খানজাহান আলী রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং ওয়ার্ড সভাপতি সেক্রেটারীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক আবদুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা দক্ষিণ বিভাগের সভাপতি মুহাম্মদ শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা সদর থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, সোনাডাঙ্গা থানা আমীর অধ্যাপক জি এম শফিকুল ইসলাম, সদর থানা সেক্রেটারী মাওলানা শেখ মুহাম্মদ অলিউল্লাহ, সোনাডাঙ্গা থানা সেক্রেটারী মাওলনা শাহারুল ইসলাম। ওয়ার্ড সভাপতিগণের মধ্যে হলেন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান টিংকু, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম, আকরামুজ্জামান রাজা প্রমূখ। এর আগে গত সোমবার খুলনা উত্তর জেলা জামায়াতে ইসলামী, মহানগরী ইসলামী ছাত্রশিবির, খুলনা উত্তর জেলা ছাত্রশিবির রোড মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করে ব্যাপক কর্মসূচী গ্রহন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা