শুক্রবার থেকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে শুরম্ন হতে যাচ্ছে ‘ইমপ্রেসিভ টেক্সটাইল কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ ২০১১’। টুর্নামেন্টে বিএসএফ এর অন্তুর্ভুক্ত ৯টি ক্লাবের মোট ৩২ জন প্রতিযোগী অংশ নিবে। পুরস্কারের সকল অর্থ প্রদান করছে টুর্নামেন্টের পৃষ্ঠপোশক ইমপ্রেসিভ টেক্সটাইল। আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে।
স্নুকার প্রতিযোগিতা উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে আয়োজকরা সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ সভাপতি এম সোলায়মান, সাবেক সভাপতি কাশেম জামাল, স্নুকার প্রতিযোগিতার আহবায়ক আবদুলস্নাহ আল হোসাইন বাপ্পী, টুর্নামেন্টের পৃষ্ঠপোশক ইমপ্রেসিভ টেক্সটাইল এর মালিক বিলস্নাল হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ টুর্নামেন্টে বিএসএফ এর অন্তুর্ভুক্ত ৯টি ক্লাবের (নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার, ঢাকা ক্লাব, কুমিলস্না ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, অল কমিউনিটি ক্লাব, ক্লাব থার্টি সেভেন চিটাগাং, গুলশান ক্লাব ও ইঞ্জিনিয়ার্স ক্লাব) মোট ৩২ জন প্রতিযোগী অংশ নিবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন প্রতিযোগী পাবে ১ লাখ টাকা, ১ম রানার আপ ৫০ হাজার, ২ রানার আপ ৩০ হাজার, ৩য় রানার আপ ২০ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া ‘হাইষ্ট ব্রেক’ প্রতিযোগিকেও পুরস্কৃত করা হবে। আয়োজকদের দাবি, এটা নারায়ণগঞ্জের এ যাবত কালের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ