ডেস্ক রিপোর্ট::  আগেই দুই ওয়ানডেতে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা। তাই তৃতীয় ওয়ানডে তাদের জন্য হোয়াইটওয়াশ ঠেকানোর লড়াই। এ লক্ষ্যে আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দু’দল শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে।

সিরিজের প্রথম দুটি ওয়ানডেতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই ম্যাচই দাপট দেখিয়ে জিতেছে এলিসা হিলির দল। প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেও বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনো অসুবিধাই হয়নি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম তো দূরের কথা, ব্যাট-বলে সমান জোর দেখিয়েছেন অ্যাশলে গার্ডনার-এলিস পেরিরা।

শেষ ম্যাচটা অবশ্য ভালো করার লক্ষ্য নিয়ে নামবে টাইগ্রেস নারীরা, এমনটাই জানালেন নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উন্নতি খুবই গুরত্বপূর্ণ ছিল, প্রথম দুই ম্যাচে সেটা করতে পারিনি। অবশ্য এর পেছনে কোন কারণ নেই, যে প্রত্যাশা ছিল তা পূরণে ব্যর্থ হয়েছি। দেখা যাক আরেকটি ম্যাচ আছে কালকে।’

সিরিজ হাতছাড়া হলেও, প্রতিটি ম্যাচে টাইগ্রেসদের উন্নতি দেখতে চান বাশার, ‘এটা (সিরিজ) আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বলতে পারেন। প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ, সামনে টি-টোয়েন্টি সিরিজও আছে। আমাদের বড় চাওয়া প্রতিটি ম্যাচেই যেন কিছু উন্নতি করতে পারি। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী, কিন্তু তাদের সঙ্গে জেতার পরিকল্পনা তো থাকেই। পাশাপাশি প্রতিটি ম্যাচেই যাতে উন্নতি করতে পারি এটাই চাওয়া।’

এদিকে, গতকাল অস্ট্রেলিয়া নারী দলের লেগ স্পিনার জর্জিয়া সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এসব সিরিজের ফলে আমাদের ওয়ানডে দক্ষতা বাড়বে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলার মধ্যে থাকতে হবে। এখানে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি কাজে দেবে বলে আশা করছি।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here