মাদক মুক্ত রাখিব সীমান্ত এই শ্লোগানকে সামনে রেখে গত সোমবার দুপুরে হিলি সীমান্তের হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে ২ কোটি ৬২ লাখ টাকা মুল্যের মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করেন বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল শওকত আলম।
গত এক বছরে জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা হিলি সীমান্তের বিভিন্ন স্থান থেকে আটককৃত ৪৫ হাজার বোতল ফেন্সিডিল, মদ, বেয়ার, গাজা, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসানের সভাপতিত্বে ওই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি অফস অফিসার মেজর হাসানুজ্জামান চৌধুরী, দিনাজপুর সেক্টরের জিটু মেজর জাকির হোসেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল আলম, হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ: মান্নান মন্ডল, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, হাকিমপুর,পৌর সভার সাবেক মেয়র কামাল হোসেন রাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।
লে: কর্ণেল মেহেদী হাসান জানান, এক বছরে ৩ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে সোয়া চার কোটি টাকা মুল্যের মাদক দ্রব্যসহ ৩১৫জন মাদক চোরাকারবারীকে আটক করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুব রহমান/হিলি