সংকেত চৌধুরী, দিনাজপুর
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হিলি সিপি ক্যাম্পের হাবিলদার আমির আলীর নের্তৃত্বে টহলদল বৃহস্পতিবার সকাল ৮ টায় বাংলাহিলি বাজারের শানি-মোড় নামক স’ান থেকে পরিতাক্ত অবস’ায় ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
বিজিবি ক্যাম্প হাবিলদার আমির আলী জানান, সকাল ৮টায় টহল দেওয়া অবস’ায় শানি- মোড়স’ একটি ট্রাকের পাশ্বে পরিতাক্ত অবস’ায় ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি। আটক ফেন্সিডিলের মূল্য প্রায় ৪ লাখ টাকা।