গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আবু বক্কর সিদ্দিক (টুকু) স্মৃতি ফুটবল টুনার্মেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের মধ্যবাসুদেবপুর মাঠপাড়া যুব সমাজ ক্লাব ও পাঠাগারে আয়োজনে মাঠপাড়া মসজিদ এর সামনের মাঠে আবু বক্কর সিদ্দিক (টুকু) স্মৃতি ফুটবল টুনার্মেন্ট এর উদ্বোধন করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

মধ্যবাসুদেবপুর মাঠপাড়া যুব সমাজ ক্লাব ও পাঠাগারে সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশীদ হারুন।

এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর কাউন্সিলর ইমরান হোসেন দুলালসহ অনেকে উপস্থিত ছিলেন।

খেলায় ৮ টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন খাট্টাউচনা শাকিল একাদশ বনাম মাঠপাড়া বন্ধন একাদশ ক্লাব। ট্রাইব্রেকারে খাট্টাউচনা শাকিলএকাদশ জয়লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here