দক্ষিণ এশিয়ার প্রাকৃতির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হাটহাজারীতে শনিবার (১২ নভেম্বর) অতিবিপন্ন একটি গাংগী ডলফিন মারা গেছে। মরা ডলফিন নিয়ে হালদা পাড়ের সর্বত্রই আলোচনা চলছে। কেউ কেউ মৃত এ প্রাণীকে স’ানীয় ভাষায় হুত্বম মাছ বলে দাবী করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি বিলুপ্তি প্রজাতির ডলপিন। যা মিটা পানিতে বাস করে।

জানা যায়, জাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে পশ্চিম গড়দুয়ারা গ্রামের স্লুইচ গেইট এলাকায় চড়ে মরা অবস’ায় ভেসে থাকা ডলফিন স’ানীয় লোকজন দেখতে পান।

মাছটি দেখতে উৎসুখ জনতার ভীড় দেখা গেছে। এর আগে কখন হালদা নদীতে এ ধরনের ডলফিল জীবৃত অথবা মৃত দেখা যায়নি বলে স’ানীয়রা জানান। ডলফিনটি জোয়ারে এসে ভাটায় চড়ে আটকা পড়ার কারনে ডলফিনটি মারা যায়। মড়া ডলফিনটি ৬ ফুট লম্বা। ওজন প্রায় ১৩০ কেজি থেকে ১৫০ কেজি হতে পারে। মৃত ডলফিনটি শরীরের বিভিন্ন স’ানে আঘাতের চিহিৃত রয়েছে। অনেকেই ধারনা করছে নৌযানে আঘাত প্রাপ্ত হয়ে ডলফিনটি জোয়ারের পানির সাথে চড়ে আটকা পড়ে মারা যায়।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, এ প্রজাতির ডলফিন বাংলাদেশেও নয় পৃথিবীর বিভিন্ন দেশের নদীতে বাস করে থাকে। এটি একটি বিপন্ন প্রজাতির ডলফিন। স’ানীয়রা বলে হুত্বম মাছ। নদীতে হালদায় আরো ডলফিন রয়েছে বলে তিনি জানান তবে ডলফিনের কারনে অন্যান্য প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নাই। বিশেষ করে ডলফিনের খাদ্য শামুক। এ ডলফিন মিটা পানিতে থাকে। জলজ স-ন্যপায়ী এ প্রাণী ডিম দেয় না, বাচ্চা দেয়। এ গাঙ্গগী বা শুশুক বলা হয়ে থাকে। এ ধরনে ডলফিন ৪০ থেকে ৫০ বছর বেচে থাকে।

তিনি আরো বলেন, এ ধরনের ডলফিন ভারতের গংঙ্গাতে বাস করে। হালদায় থাকার কথা না। কিন- এর পরও হালদায় ডলফিন আছে। এটা রহস্য জনক। এটা কি ভাবে এ হালদায় এসেছে তা নিয়ে গভেষণা চলছে। তবে ধারণা, পৃথিবীর সৃষ্টিলগ্নে হালদা নদীর সাথে ভারতে গঙ্গা নদীর কোনো শাখার সাথে সংযোগ ছিল। কালের আবর্তনে তা বিলুপ্ত হয়ে গেছে। কিন- এ ধরনের ডলফিন হালদায় থেকে গেছে। বর্তমানে এ ধরনের ডলফিন পৃথিবরি বিভিন্ন দেশ থেকে বিলুপ্তির পথে। এটা সংরক্ষণ খুবই জরুরী।

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম)

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here