ডেস্ক রিপোর্ট:: রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল জলিল জানান, জাহিদুল তেজগাঁও শিল্প এলাকার পাটোয়ারী মোটর্সের একজন স্টাফ। কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদুল কিশোরগঞ্জ ভৈরব উপজেলার মো. মহিউদ্দিনের ছেলে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।