হবিগঞ্জ শহরের পুরনো হাসপাতাল কোয়ার্টার এলাকার একটি বাড়ির ছাদ থেকে সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় একটি দু’নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় জানান, সকাল সাড়ে ৯টায় ওই একতলা বাড়ির পুরোটার ভাড়াটিয়া সন্তোষ দেবনাথ ছাদে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি দেখে থানায় খবর দেন। এসআই জানান, ‘ধারণা করা হচ্ছে, সন্তোষকে ফাঁসানোর জন্য কেউ বন্দুকটি ছাদে ফেলে রেখেছে। অথবা কেউ বন্দুকটি অন্য কোথাও থেকে চুরি করে পুলিশের ভয়ে সেখানে ফেলে গেছে।’
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ