হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শ্বা খাগাউড়া গ্রামে বিল দখলকে কেন্দ্র করে বুধবার সকালে দু’পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’টি বন্দুকসহ শাতধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আহতদের মধ্যে গুরম্নতর অবস্থায় আব্দুস সালাম, আব্দুল রাজ্জাক, সোহেল মিয়া, সাঈদি ও আবুল কালামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, আহত মুসত্মাফিজুর রহমান, সাহাব উদ্দিন, রিপন মিয়া, সুজন মিয়া, আব্দুল হামিদ, শাওন, সাহেব আলী, সুফিয়া বেগম (১৫), সুফিয়া খাতুন (৪০), খালেক মিয়া, ওয়াহেদ মিয়া, আদর চান, আব্দুল বারিক, চমক, আব্দুর রউফ, মাসুক মিয়া, জুয়েল মিয়া, শামসু মিয়া, সেলিম মিয়া, রমজান আলী ও নূর মিয়াসহ অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুর্শ্বা খাগাউড়া গ্রামের পাশের বাহারচরের বিল দখল নিয়ে খাগাউড়া গ্রামের মহিবুর রহমান বড় মিয়া (৭০) ও একে আজাদ ওয়ায়েসের (৫০) মধ্যে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে বুধবার সকাল ৯ টায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

২ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠি, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।  এ ব্যাপারে যোগাযোগ করলে সহকারী পুলিশ সুপার (উত্তর) এসএম সিরাজুল হুদা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুকসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এমএআর শায়েল/হবিগঞ্জ  /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here