মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলায় আজ সদর ও রাজনগর উপজেলার ৮টি পয়েন্টে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ও পবিত্র রমজান মাস জুড়ে প্রতি হালি ডিম ৩৮ টাকায় এবং প্রতি লিটার দুধ ৮০ টাকা দরে বিক্রি করা হবে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় আছে প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জনকরেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

পরে মোহাম্মদ জিল্লুর রহমান এমপি শহরের পশ্চিম বাজার এলাকার আরো দু’টি ডিম ও দুধ বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তা এগ্রো প্রজেক্ট।

আজ শুক্রবার জেলা শহরের শাহ মোস্তফা সড়কের স্টলে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলম খান জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে মাসব্যাপী স্বল্পমূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম চলবে। এতে সাধারণ মানুষ নায্যমূল্যে ডিম ও দুধ কিনতে পারবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here