ডেস্ক রিপোর্ট:: দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ মিরপুর ১-এর মনিপুর ৬০ ফিটের বারেক মোল্লার মোড়ে নতুন আউটলেট চালু করেছে।
বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
আউটলেট উদ্বোধন প্রসঙ্গে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরো বিস্তৃত হবে।
স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টর রুবেল আহম্মেদ, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, স্বপ্ন’’র রিজিওনাল হেড অব অপারেশন সাকের নুর,
অ্যারিয়া সেলস অপারেশন ম্যানেজার আলী আকবরসহ অনেকে।
নতুন আউটলেটের পুরো ঠিকানা : ২২৪/এ, বারেক মোল্লার মোড় পশ্চিম মনিপুর ৬০ ফিট, মিরপুর ঢাকা।