এ সময়ের সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস স্টেজ শো-তে খুব একটা অংশ নেন না। দেশের বিভিন্ন অনুষ্ঠানে কিছু স্টেজ শো-তে পারফর্ম করতে দেখা গেলেও দেশের বাইরে এবারই প্রথম অংশ নিচ্ছেন অপু। অংশ নেয়ার জন্য আজ সকালেই কাতার যাচ্ছেন এ নায়িকা। সঙ্গে যাচ্ছেন তার জুটির সর্বাধিক ছবির নায়ক শাকিব খান। অপু বিশ্বাস বলেন, গত ঈদে শাকিব তাদের আয়োজনে বাহরাইনে গিয়ে স্টেজ শো-তে অংশ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবার ঈদে তার শো-তে অংশ নেয়া। আর শাকিবই আমাকে বলেছে, আয়োজকরা চাচ্ছে এবারের কাতারের শো-তে শাকিবের সঙ্গে আমি যাতে অংশ নিই। মূলত শাকিবের আগ্রহের কারণেই আমার এ কাতার যাওয়া। আমি আনন্দিত যে, প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবো। প্রবাসী ভক্তদের কিছুটা আনন্দ দিতে পারবো। এ সফরে শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে সময়ের আনপ্যারালাল এন্ট্রি হিরো মিশা সওদাগরও যাচ্ছেন। তারও এবারই প্রথম দেশের বাইরে কোন স্টেজ শো-তে অংশ নেয়া। আজ সকাল সাড়ে ৭টায় কাতারের পথে তারা ঢাকা থেকে রওয়ানা দিবেন। ঈদের আগের দিন রাতে শো-তে অংশ নিয়ে পরদিন দুপুরে কাতার থেকে দেশে ফিরবেন। কিছুটা বিশ্রাম নিয়ে ঈদের পর দিন থাইল্যান্ড যাবেন এ নায়িকা। সঙ্গে থাকবেন শাকিব খান। এদিকে অপু বিশ্বাস অভিনীত, মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত ‘কিং খান’ ও রাজু চৌধুরী পরিচালিত ‘প্রিয়া আমার জান’ ঈদে মুক্তি পাচ্ছে। এ দুটি ছবিতেই অপুর সঙ্গে আছেন শাকিব খান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here